চট্টগ্রাম

চট্টগ্রামে ইপিজেড থানার পৃথক অভিযানে গ্রেপ্তার ৩১

(Last Updated On: )

নগরীতে দিনব্যাপী অভিযানে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকায় নারীসহ ৩১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ইপিজেড থানা পুলিশ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। শনিবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

অভিযানে জিআর ওয়ারেন্টমূলে ২ জন, সিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় অসামাজিক কার্যকলাপে জড়িত ১৬ জন, জুয়া খেলার সাথে জড়িত ৮ জন ও রাত্রিকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরার জন্য ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র রমজান মাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিমের একাধিক অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।