চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ৭৬ জন করোনা রোগী শনাক্ত, একজনের মৃত্যু

(Last Updated On: )

বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।যাদের মধ্যে নগরীর ৫০ জন ও উপজেলার ২৬ জন। এনিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৮৩ জন।

গতকাল সোমবার চট্টগ্রামে করোনায় মারা গেছে আরও একজন। যিনি উপজেলার বাসিন্দা।  এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৮৩ জন।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।