মধ্যরাতে নিজ ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষক। সোমবার রাত ১২টার দিকে খাগড়াছড়ি সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।
নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা ঘরের মধ্যে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের মধ্যে থেকে ওই প্রভাষকের মরদেহ উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।