খেলা

গোল্ডেন ডাকে ফিরলেন আফিফ, নেই পাঁচ উইকেট

(Last Updated On: )

সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের দশ ওভার না যেতেই পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ : ৩৬/৫ (৯ওভার)।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

টসে হেরে ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২২ রানের মাথায় ওপেনার নাঈম শেখকে ফেরান কাগিসো রাবাদা। স্লোয়ার ডেলিভারি ছিল পুল করতে গিয়ে মিডউইকেটে থাকা রেজা হেন্ডরিকসের তালুবন্দি হন তিনি। পরের বলে সৌম্য সরকারকে লেগ বিফোরের ফেরান রাবাদা। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন সৌম্য।

দলের বিপর্যয়ে নিজের উইকেট রেজা হেন্ডরিকসের হাতে তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন মুশফিকুর রহিম। তিন বল থেকে শূন্য রানে ফেরেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে ৯ বলে মাত্র ৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এনরিচ এর্টজের বাউন্সার টাইগার অধিনায়কের গ্লাভস ঘেঁষে এইডেন মারক্রামের তালূবন্দি হয়। পরের ওভারে নতুন ব্যাটসম্যান আফিফ হোসেনকে গোল্ডেন ডাকে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াস।