রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় শারমিন আক্তার (১৮) নামের এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলামিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শারমিনের ভাই সুমন মিয়া বলেন, ‘রেজিস্ট্রি না করে গত মাসে কালেমা পড়ে বিয়ে করেন শারমিন আক্তার ও আলামিন। পরে বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হয়। এ সময় আমরা আলামিনকে বলি, তার তার বাবা-মাকে নিয়ে আসতে। পরে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ছেলের পরিবার এ প্রস্তাবে রাজি না হওয়ায় বিষয়টি মেয়ের পরিবারকে জানায় আলামিন। এসব শুনে শারমিন বিষপান করে অসুস্থ হয়ে পরে। বিষয়টি জানতে পেয়ে স্বামী আলামিনসহ মৃতের স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় শারমিন আক্তার মারা যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে আলামিনকে আটক করেছে পুলিশ। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কাদুটি গ্রামের বাসিন্দা আলামিন। তিনি এক মাস ধরে রাজধানীর একটি মসজিদে খাদেমের কাজ করছে। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দেলাপাড়া গ্রামের বাসিন্দা শারমিন আক্তার।