জাতীয়

গাফফার চৌধুরীর মরদেহ দেশ আসছে সোমবার

(Last Updated On: )

একুশের গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সোমবার যুক্তরাজ্য থেকে বিশেষ বিমানে দেশে আনা হচ্ছে। দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মে) যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম গণমাধ্যমকে এই তথ্য জানান।

আবদুল গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ি তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে শায়িত করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ মে) আনুমানিক সকাল ৭টায় যুক্তরাজ্যের লন্ডনে বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী।