রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ১১ মামলার আসামি মো. হালিম সরদারকে (৪১) গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। হালিম সরদার ‘গলা কাটা হালিম‘ নামেও পরিচিত।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার লক্ষ্মীকোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে হালিম সরদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার হালিমের বিরুদ্ধে খুন, মাদকসহ অন্যান্য অভিযোগে মোট ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।