গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। তিনি অসুস্থ ও ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৯ জুন) বিকালে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম জয় চ্যাটার্জী (৫০)। তিনি পটিয়া উপজেলার গুয়াতলী গ্রামের শান্তিপ্রিয় চ্যাটার্জীর ছেলে।
বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয় চ্যাটার্জীর আত্মীয় অরুণ চক্রবর্তী বলেন, ‘শিক্ষক জয় চ্যাটার্জী নানা রোগে ভুগছিলেন। অসুস্থতায় তিনি অনেক টাকা ঋণে পড়েন। তাছাড়া তার কোনো স্ত্রী-সন্তান ছিল না। প্রথম স্ত্রী ডিভোর্সের পর আর বিবাহে বসেন নি। কিছুদিন আগে উনার মা মারা যান। সবমিলিয়ে তিনি হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকেই আত্মহত্যা করেছেন তিনি।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘গলায় ফাঁস লাগানোর পর জয় চ্যাটার্জীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাদেকুর রহমান।