বিনোদন

গর্ভনিরোধক ওষুধের বিজ্ঞাপনে অন্তঃসত্ত্বা নুসরাত!

(Last Updated On: )

‘সহবাস সঙ্গী’ নিখিল জৈনের সম্পর্কে মুখ খুললেও একটি বিষয় নিয়ে এখনও নীরব টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। 

এমনই সময়ে একটি বিজ্ঞাপনের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। গর্ভনিরোধক ওষুধের সংস্থার হয়ে প্রচার করছেন গর্ভবতী নুসরাত। সেই নিয়ে নতুন জল্পনা নেটমাধ্যমে। 

বিজ্ঞাপনের শিরোনাম, ‘হার না মানা’। সেই সমস্ত নারীদের গল্প এখানে উঠে এসেছে, যারা সমাজের বিরুদ্ধে লড়াই করেছেন নিজেদের স্বার্থে।

বুধবার (৯ জুন) এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নুসরাত জাহান কারও নাম না করে নিখিলের সমস্ত বক্তব্যের বিরোধিতা করে বিবৃতি জারি করেছেন।
 
নিখিলকে তোপ দেগে জানিছেন, ‘ধনী’ বলেই এক জন একা নারীকে যেমন খুশি বলা যায়, তাকে ছোট করা যায়, এ রকম অধিকার কেউ দেয়নি কাউকে। 

নুসরাত জানিয়েছেন, তিনি যথেষ্ট পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন। নুসরাতের কথায়, ‘এই সাফল্য সম্পূর্ণ আমার নিজের। এই সাফল্যের আলোয় আমি কাউকে আলোকিত হতে দেব না’।

কতকটা সেই বিজ্ঞাপনের বক্তব্যের মতো, ‘তোমার লড়াই, আমাদের শক্তি’।