চট্টগ্রাম

গরুর লড়াইকে কেন্দ্র করে সংঘর্ষ, কক্সবাজারে আহত ১৫

(Last Updated On: )

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অঘোষিত গরুর লড়াইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- দেলোয়ার (৩৫) ও পান্নাহ (৩৭)।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টার সময় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ফলাতনবর গ্রুপ ও নোনাছড়ির একটি গ্রুপ গরুর লড়াইয়ের আয়োজন করে। ভয়ে পালিয়ে যাওয়ার জন্য অপর পক্ষের গরুকে লাঠি দিয়ে আঘাত করলে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এতে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, দুই পক্ষ লাখ লাখ টাকা বাজি ধরে গরুর লড়াইটি আয়োজন করেছিল।