প্রধান পাতা

গণহত্যা দিবস স্মরণে বোয়ালখালীতে খেলাঘরের কালরাতে আলোর মিছিল

(Last Updated On: )

২৫ মার্চ গণহত্যা দিবস স্মরনে বোয়ালখালীতে খেলাঘরের কালরাতে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ মার্চ সোমবার সন্ধ্যায় বোয়ালখালী কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় প্রদীপ প্রজ্জলন করে খেলাঘরের সদস্যরা।পরে খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে ,সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত স্শরণ সভায় বক্তব্য রাখেন শ্যামল বিশ্বাস, দিপুল নাহা, ডা: ননী সরকার,মোজাম্মেল হক এরশাদ,সুকান্ত শীল, রুপম চৌধুরী,প্রবীর শীল,নাজমা আকতার, যুথিকা দে, জ্ন্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা,প্রজ্ঞা বড়–য়া ও অনন্যা বড়–য়া প্রমুখ।
বক্তারা বলেন ১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তুপ।
‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত পরিকল্পিত গণহত্যার মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চে বাঙালির জাতীয়তাবাদী, স্বাধিকার আন্দোলনকে সশস্ত্র হামলার মাধ্যমে দমন করতে চেয়েছিল তারা।
বর্বর গন্যহত্যার জন্য পাকিস্তান কে নি:শর্ত ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরন প্রদানের জোর দাবী জানান বক্তারা।