খেলা

খেলার সময় মাঠেই ক্রিকেটারের মৃত্যু

(Last Updated On: )

ভারতের পুণেতে স্থানীয় একটি ম্যাচে বাবু নালওয়াড়ে নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৭ বছর বয়সি এই ক্রিকেটার মারা যান।

মহারাষ্ট্রের পুণের জুন্নার তেহসিলের যাদবওয়াড়ি গ্রামে স্থানীয়ভাবে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

খেলার সময় বাবু নন-স্ট্রাইক পয়েন্টে দাঁড়িয়েছিলেন। এসময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নারায়ণগাঁও পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, বাবু নালওয়াড়েকে তাড়াতাড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে জানা গেছে, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ইতিমধ্যে খেলা চলাকালীন সেই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ওই ক্রিকেটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সূত্র : সংবাদ প্রতিদিন।