চট্টগ্রাম

খেলাঘর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

(Last Updated On: )

খেলাঘর জাতীয় সম্মেলন ২০২২ সফল করার লক্ষে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুন) সকাল ১১ টায় এনায়েত বাজার মহিলা কলেজে কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার এর সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী রেজাউল কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাতীয় সম্মেলনের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য আক্তার হোসেন , কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য্য ,তাপস কুমার রায়,অধ্যাপিকা রোজী মজুমদার,এমন এ রহিম,এস এম জাহিদ হোসেন,জাতীয় পরিষদ সদস্য সাংবাদিক জসীম চৌধুরী সবুজ,ওসমান গণি চৌধুরী বাবুল,তপন কুমার সাহা,আহমদ জামিল সেলিম,অজয় আচার্য, শংকর মজুমদার,চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি সাংবাদিক খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এড, শৈবাল আদিত্য , চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক এড দীলিপ চন্দ, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি এম জসীম উদ্দিন, নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মানিক মজুমদার। বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল,কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ শাহেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি সূবিমল পাল পান্না, চট্টগ্রাম দক্ষিণ কমিটির সহ-সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ, অধ্যাপক বিপ্লব বসু,চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি শোভন সেন, কুমিল্লা জেলা কমিটির সম্পাদক খোকন চন্দ্র, কক্সবাজার জেলা কমিটির সম্পাদক এপেলো বড়ূয়া প্রমুখ।