প্রধান পাতা

খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভা অনুষ্ঠিত

(Last Updated On: )

খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির ২য় সভা সভাপতি প্রফেসর এ. বি. এম. আবু নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শৈবাল আদিত্যের সঞ্চালনায় ২০ এপ্রিল বুধবার বিকালে সংগঠনে চট্টগ্রাম শহরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ- সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল, অধ্যাপক বিপ্লব বসু, অধ্যাপক ভগীরথ দাশ, সুবিমল ঘোষ,সম্পাদক মন্ডলীর সদস্য হুমায়ুন কবির টিপু, জুয়েল চৌধুরী, সৈয়দ শিবলী সাদেক কফিল, সজীব নাথ, রুপক শীল, অধ্যাপক পুস্পেন চৌধুরী, সদস্য ডা; মিহির বড়ুয়া, জসীম উদ্দীন, নন্দন চৌধুরী প্রমুখ।

সভায় আসরসমূহে সাংগঠনিক সফর, ২৭ মে পটিয়ায় বছরব্যাপী খেলাঘরের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান , ও আন্ত আসর ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।