করোনা পরিস্থিতি অবনতির কারণে খুলনা বিভাগের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৮২তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্ম খান।
তিনি বলেন, খুলনা বিভাগের সব ইউপি নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে আরো কিছু নির্বাচনও স্থগিত হবে। তবে সংসদীয় আসনের কোনো উপ-নির্বাচন স্থগিত হবে না।
আগামী ২১ জুন দেশের ২৭১ ইউপি, লক্ষ্মীপুর-২ আসন ও ১১ পৌরসভা নির্বাচনের সময় দিয়েছিল ইসি।
এছাড়া ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ ও চারটি ইউপির ভোট আগামী ১৪ জুলাই সম্পন্ন করার তফসিল দিয়েছিল ইসি।