প্রধান পাতা

খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার নব গঠিত গর্ভনিং বডির সভা

(Last Updated On: )

বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার নব গঠিত গর্ভনিং বডির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই, শনিবার মাদ্রাসা মিলনায়তনে গর্ভনিং বডির নবাগত সভাপতি উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী দরবারের মোতোয়াল্লী পীরে ত্বরীকত শাহসুফি সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী মা.জি.আ.।

এতে বক্তব্য রাখেন গর্ভনিং বডির সচিব মাদ্রাসা অধ্যক্ষ পীরে ত্বরীকত মুফতি মাওলানা মো. আব্দুর রহীম আলকাদেরী, প্রতিষ্টাতা সদস্য শাহজাদা মাওলানা আব্দুল করিম আলক্বাদেরী, দাতা সদস্য মুহাম্মদ সিরাজুদ্দৌলা সওদাগর, অবিভাবক সদস্য জাফর আহমদ সাওদাগর, আব্দুচ ছোবহান কন্ট্রাক্টর, ডা: আব্দুস সবুর, খুরশিদা বেগম, শিক্ষানুরাগী সদস্য মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মাওলানা ফরিদ উদ্দীন আলকাদেরী, মাসুমুল কালাম ও স্নিগ্ধা গুপ্তা।

সভায় নবাগত গর্ভনিং বডির সভাপতি মো. নুরুল আলমকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসা দ্বীনি শিক্ষায় শিক্ষিত সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। নবাগত গর্ভনিং বডির সকলে এ যাত্রাকে অক্ষুন্ন রেখে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি