মরহুম খায়ের উল বশর মাষ্টার ছিলেন বাংলা ও ইংরেজি ভাষা ও সাহিত্যের একজন সনামধন্য শিক্ষক ও গবেষক, আজীবন তিনি শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট কাজে নিজেকে নিয়োজিত রেখে ছিলেন , গড়ে তুলেছিলেন এক দূর্লব লাইব্রেরি।
বোয়ালখালীর আহলা শেখ চৌধুরী পাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ,গবেষক ও সাহিত্যনুরাগী, শাকপুরা ও ধলঘাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী ভাষা ও সাহিত্যের স্বনামধন্য অবসরপ্রাপ্ত শিক্ষক খায়ের উল বশর স্মরনে নাগরিক শোক সভায় বক্তারা একথা বলেন।
শুক্রবার (১৮ জুন) বিকাল তিন টায় আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত শোকসভায় জয়নাল ফারুক মোরশেদের সভাপতিত্বে আমির হোসেন মাস্টার এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা প্রশাসক দেবাশীষ নাগ, বিশিষ্ট প্রাবন্ধিক ও রাজনৈতিক কানাই দাশ, বিশেষ আলোচক জসিম উদ্দিন, সেহাব উদ্দিন সাইফু, কাজী মিন্টু, কাজী বাহা উদ্দিন ফারুক মুন্না, আবুল বশর চৌধুরী, শৈবাল আদিত্য, মফিজুর রহমান, সুর্দশন দাশ, মোঃ ইওয়াছ।
বক্তারা আরো বলেন রবীন্দ্র নজরুল ও সমাজের না সমস্যা নিয়ে নিয়মিত জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কলাম লিখতেন ।অকৃতদার এই শিক্ষক আজীবন সক্রেটিসের মতো পথে প্রান্তরে জ্ঞান বিতরণ করতেন। সমাজে শিক্ষা বিস্তারে নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর মৃত্যুতে সমাজ একজন জ্ঞান তাপসকে হারালো, তার শুন্যতা কখনো পুরণ হবার নয়।