বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে বাকি দুটি ব্লকে রিং পরানোর মতো শারীরিক অবস্থা নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডা. মামুন বলেন, এখনো বেগম খালেদা জিয়ার পরিস্থিতি স্থিতিশীল হয়নি। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।পর্যবেক্ষণ সাপেক্ষে তাকে কেবিনে স্থানান্তর করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। এই বোর্ড বিকালে বৈঠক করবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, পরবর্তীতে কী করা হবে।