জাতীয়

খালেদা জিয়ার নির্বাচন করার সুযোগ নেই: আইনমন্ত্রী

(Last Updated On: )

আইন অনুসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, আইনে যদি সুযোগ থাকে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন। আর যদি না থাকে তাহলে তিনি পারবেন না। তবে আমার মনে হয়, আইন অনুসারে তিনি নির্বাচন করতে পারবেন না।