চট্টগ্রাম

খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস রাখে সাদিয়াস কিচেন

(Last Updated On: )

নগরের জামালখান এলাকার সাদিয়া’স কিচেনে অভিযান চালিয়ে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসাথে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন ফার্মেসিকে ৩২ হাজার টাকার জারিমানা করা হয়।

নগরের জামালখান এলাকার সাদিয়া’স কিচেনে অভিযান চালিয়ে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসাথে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন ফার্মেসিকে ৩২ হাজার টাকার জারিমানা করা হয়।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের জামালখান এলাকায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও আনিছুর রহমান।

সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন,  জামালখান এলাকায় অবস্থিত সাদিয়া’স কিচেনকে ডিপ ফ্রিজে কাঁচা মাছ মাংসের সঙ্গে রান্না করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা, ডিপ ফ্রিজে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানানো ও বিভিন্ন পণ্যের গায়ে ডাবল স্টিকার পাওয়ায় ৩০ হাজার টাকা  জরিমানা করা হয়। এছাড়াও ডাবল স্টিকার লাগিয়ে মেয়াদোত্তীর্ণ ফিরনি বিক্রয় করার অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ, অননুমোদিত ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় শিবলী ফার্মেসীকে ২০ হাজার, জামালখান  ফার্মেসীকে ১০ হাজার ও মেমোরি ফার্মেসীকে ২ দুই টাকা জরিমানা করা হয়।

অ‌ভিযা‌নে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম উপস্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলেও জানান তিনি।