জাতীয়

ক্যাম্প থেকে পালানোর সময় ১৬ রোহিঙ্গা আটক

(Last Updated On: )

কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার সদরে যাওয়ার পথে শ্রীমঙ্গলে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আজ রোববার সকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা এনা পরিবহন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওয়াজ মিয়া (৩৩), মো. হাফিজুর রহমান (২৮), সৈয়দ আলী (২৭), মো. নুর মোস্তফা (১৮), ছুমুদা খাতুন (৫০), ফাতেমা খাতুন (৭০), রোকেয়া বেগম (২৮), আশরাফা বেগম (১৮), ইয়াসমিন আরা (১৮), নূর শাহেরা (১৪), সফুদা বিবি (১৪), জনুয়ারা বেগম (১২), ইয়াসমিন আরা (১০), আসমা বিবি (০৬), নুরুল আমিন (০৮) ও মোহাম্মদ এরফান (০৪)।

পুলিশ সূত্রে জানা যায়, তারা সবাই চট্টগ্রামের কক্সবাজারের কুতুব পালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজার হয়ে সিলেট যেতে চেয়েছিল। এ সময় পুলিশ চট্টগ্রাম থেকে মৌলভীবাজার আসার পথে অভিযান চালিয়ে এনা পরিবহনে কিছু যাত্রীদের সন্দেহ করে। বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করলে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনের সঙ্গীয় ফোর্স এনা পরিবহন থেকে ১৬ জন রোহিঙ্গাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালং টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এনা পরিবহন থেকে ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালং এর টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়। আটককৃতদের পুনরায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।