টেকনাফ বন্দরের সাবেক কম্পিউটার অপারেটর ‘শত কোটি টাকার মালিক’ নুরুল ইসলামকে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, টেকনাফ বন্দরের কম্পিউটার অপারেটর থেকে শত কোটি টাকার মালিক বনে গেছেন নুরুল ইসলাম। তার বাড়ি ভোলায়। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা আনতেন। প্রায় এক বছর ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জাল টাকা, বিদেশি মুদ্রা ও মাদক জব্দ করা হয়।