জাতীয়

কোটি টাকার সাপের বিষ উদ্ধার

(Last Updated On: )

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাগ সাড়ে ৩টার দিকে বিরামপুরের ঘাসুড়িয়া সীমান্তের মেইন পিলার ২৮৯/১এস পিলারের পাশে ঈদগা মাঠ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় কাচের বোতলে থাকা সাপের বিষ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, রাতে সীমান্ত এলাকা দিয়ে ভারতে সাপের বিষ পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘাসুড়িয়া ঈদগা মাঠ এলাকায় সকর্ত থাকে অবস্থান নেন বিজিবি সদস্যরা। ওই এলাকা দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে পরিত্যাক্ত অবস্থায় কাচের বোতলে থাকা সাপের বিষ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া সাপের বিষের দাম প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান সরকার। তিনি বলেন, ‘গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় পরিত্যাক্ত অবস্থায় বেশ কিছু সাপের বিষ উদ্ধার করা হয়েছে, যার অনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘রাতেই জয়পুরহাট ২০ ব্যাটালিয়নে বিষগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।’

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায় লে. কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, ‘রাতে ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেশ কিছু সাপের বিষ উদ্ধার করেছে। বিষগুলো আসল না নকল—তা অধিকতর পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’