কুয়েতের ফান্তাস এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. গোলাম রসুল নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শনিবার দেশটির ফান্তাস এলাকায় নিজ কর্মস্থলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাদবারহাট দক্ষিণ ভুইয়া গ্রামে।
নিহতের ছোট ভাই গোলাম আজম জানান, প্রায় ১৫ বছর আগে জীবিকার তাগিদে কুয়েতে যান তিনি। তার তিন কন্যা রয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মেয়ের বিয়ের হওয়া কথা। এই সময়ে হঠাৎ ভাইয়ের মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মরদেহ কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুয়েতে মীরসরাই সমিতি ও প্রবাসীদের উদ্যোগে আইনি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।