আন্তর্জাতিক

কুয়েতে পাপুলের কারাদণ্ড বেড়ে ৭ বছর

(Last Updated On: )

কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড চার বছর থেকে বেড়ে ৭ বছর হয়েছে। একই সঙ্গে তাকে ২০ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) কুয়েতের আপিল আদালত পাপুলের বিরুদ্ধে এ রায় দেন। কুয়েতের দৈনিক আল কাবাস ও আল নাহার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

কুয়েতের আদালতে পাপুলের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়। এর আগে চলতি বছর ২৮ জানুয়ারি আদালতের বিচারক তাকে চার বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করেন। সোমবার অপর একটি মামলায় তার আরো তিন বছরের কারাদণ্ড ও ২০ লাখ দিনার জরিমানা করা হলো। এ নিয়ে পাপুলের মোট সাত বছরের কারাদণ্ড হলো।

মানব ও অর্থপাচারের অভিযোগে গত বছর ৬ জুন সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। তিনি তারপর থেকেই সে দেশের কারাগারে আটক রয়েছেন। প্রথম দফায় কারাদণ্ড হওয়ায় তার সংসদ সদস্য পদ বাতিল হয়।