কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালনকালে অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৬) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক গণমাধ্যমকে বলেন, মো. জাহাঙ্গীর আলমকে চাপা দেওয়া গাড়িটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।