আন্তর্জাতিক

কিয়েভের মর্গে ১০২০ মরদেহ: ইউক্রেন

(Last Updated On: )

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন মর্গে ১ হাজার ২০ জন বেসামরিকের মরদেহ জমা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে মর্গে ওই মরদেহগুলো রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান অ্যান্ড ইউরো-আটলান্টিক ইন্টিগ্রেশন অব ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলগা স্তেফানিশিনা।

স্থানীয় সময় বৃহস্পতিবার এএফপিকে তিনি বলেন, মরদেহগুলো কিয়েভ অঞ্চলের বিভিন্ন ভবন ও রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে।

কিয়েভের সিনিয়র এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, কিয়েভের কাছে বরদিয়াংকা শহরে ৯ জন বেসামরিক লোকের মরদেহ পাওয়া গেছে। এসব মৃতদেহের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। এখনো এরকম অনেকের মৃতদেহ পাওয়া যাচ্ছে। এসব মৃতদেহের শরীরে স্পষ্ট নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

কিয়েভের পুলিশ বাহিনী প্রধান আন্দ্রিয়ে নিবিটোভ বলেন, দখলদার বাহিনী এসব লোককে হত্যা করেছে এবং বেশ কয়েকজনের শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। তিনি জোর দিয়ে বলেন, এরা বেসামরিক লোক। রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে এসব বেসামরিক লোককে গুলি করে মেরেছে, যারা কোনোদিন প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়নি।

তিনি আরও বলেন, বরোদইয়াংকা শহরে দুইটি কবর খুঁজে পেয়েছে পুলিশ। এই দুই কবর খুঁজে পাওয়ার পরেই ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, কিয়েভের মর্গে হাজারের বেশি মরদেহ জমা হয়ে আছে। যার বেশিরভাগই বেসামরিক নাগরিকদের।

কবর খুঁজে পাওয়ার পর আন্দ্রিয়ে নিবিটোভ বলেন, এক কবরে তিনজনের মরদেহ পাওয়া গেছে, যার মধ্যে ১৫ বছর বয়সি এক মেয়ে শিশু আছে। আরেক কবরে ছয়জনের লাশ পাওয়া গেছে।

কৃষ্ণসাগরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত রুশ যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর দেশটিতে হামলা জোরদার করেছে রাশিয়া। কিয়েভ, খারকিভসহ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে অব্যাহত রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

যদিও রাশিয়ার দাবি, বেসামরিক নাগরিকদের নয়, একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি পশ্চিমা বিশ্বের প্রতি রুশ তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে পূর্বাঞ্চলীয় লুহানস্কের ৮০ শতাংশ এলাকা এরইমধ্যে রাশিয়া দখলে নিয়েছে বলে দাবি করেছেন সেখানকার গভর্নর। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে পশ্চিমাদের প্রতি আরও বেশি করে অস্ত্র সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।