চট্টগ্রামের কালুরঘাট সেতুতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৬ মে) থেকে শুক্রবার (২৭ মে) ভোর পর্যন্ত সেতুতে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী মোহাম্মদ আবরার হোসেন বলেন, সেতুর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৬ মে) রাত ১০টা থেকে ২৭ মে ভোর ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা সেতুর উপর সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
দীর্ঘদিন সংস্কার না করায় যানবাহন ও ট্রেন চলাচলকারী কালুরঘাট সেতুটি বিপজ্জনক হয়ে উঠেছে। এছাড়া পৌনে এক কিলোমিটার দীর্ঘ এই সেতুতে যান চলাচেলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন সেতু দিয়ে চলাচল করছে। তাই ঝুঁকি এড়াতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শুরু করতে যাচ্ছে রেলওয়ে।