কালুরঘাট সেতুর নিচে কর্ণফুলী নদীতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতনামা একব্যক্তির লাশ ভাসছে।
আজ (১ মার্চ) দুপুর থেকে কয়েকঘণ্টা ধরে লাশটি ভাসছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে তারা পুলিশকে খবর দেয়।
স্থানীয় অটোরিক্সা চালক মো. আরাফাত বলেন, ‘বিকেল ৪টায় পুরুষের অজ্ঞাতনামা লাশটি কালুরঘাট ব্রিজের নিচে পিলারের সঙ্গে আটকে থাকতে দেখা যায়। এটি কয়েকঘণ্টা আটকে ছিল। লাশের গলায় রশি প্যাঁচানো ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. আবদুল কুদ্দুস। লাশটি জোয়ারে ভেসে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি ।