কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। কালুরঘাট মোহরা ফায়ার সার্ভিস উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল (৪৮)। তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মরহুম মেজর হাহিবুর রহমানের ছেলে।
উদ্ধার হওয়া যাত্রীর নাম নূর কাদের (৩৮)। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চরের ছবুর আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী আবদুর শুক্কুর বলেন, ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদীতে পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন তলিয়ে গেছেন নদীতে।
কালুরঘাটের ফেরিঘাটে নৌকা থেকে পড়ে যাত্রী নিখোঁজের ঘটনায় চালানো উদ্ধার অভিযান আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে কালুরঘাট-চান্দগাঁও সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন এ কথা জানান।
তিনি বলেন, আগামীকাল রবিবার সকাল ৬টায় আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।