কালুরঘাটে যানজট নিরসনে কর্ণফুলী নদীতে ফেরি চালুর জন্য সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি ১৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড় পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘কালুরঘাটে যানজট নিরসনসহ ভারী যানবাহন পারাপারের জন্য নদীতে ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে ফেরির কাজ শুরু হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন এমরান, মো. নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, শাহাদাত হোসেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও পৌর প্যানেল মেয়র তারেকুল ইসলাম তারেক।
সম্পৃক্ত খবর
বহিষ্কার হচ্ছেন বিএনপির ১৮ নেতা
(Last Updated On: ) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বেশি কয়েকজন নেতা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে দলের নির্দেশনা অমান্য করে ১৮ নেতা নির্বাচনের মাঠে অনড় রয়েছেন। তাদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছে নগর বিএনপি। ভোটে অংশ নেওয়া বিএনপি নেতারা হলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বর্তমান কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৬ নম্বর […]
চুরি করা সাইকেল অনলাইনে বিক্রি
(Last Updated On: ) চুরি করা সাইকেল অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক সাইকেল চোর। সেই চোরের সূত্র ধরে আরও ৩টি চোরাই সাইকেল উদ্ধারের পাশাপাশি একই চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) অনিক নামে একজন ছাত্রের বাই সাইকেল চুরি যাওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে এমন চক্রের ৩ সদস্যকে […]
অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করলো পাঠশালা
(Last Updated On: ) সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে পাঠশালা’র গনমাধ্যম ও গনসংযোগ প্রতিনিধি টিটন দে টিটু জানান, নিজস্ব ওয়েবসাইট প্রকাশের মধ্যদিয়ে আমরা পাঠশালা’র ডিজিটাল প্লাটফর্মে শক্ত অবস্থান তৈরির মধ্যদিয়ে দেশ ও দেশের বাইরে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে প্রস্তুতি নিচ্ছি। এসময় উপস্থিত […]