ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মারুফ হাসান ফয়সালকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) রাতে সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মারুফ হাসান ফয়সাল ওই এলাকার গুরা মিয়ার বাড়ির মো. সেলিমের ছেলে ও একই এলাকার কাউন্সিলর শাকিল উদ্দিন খোকনের ভাতিজা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে যুবলীগের ইফতার মাহফিলে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার ওপর হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলায় নম্বর জি আর ৬৯/১৬।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, সন্দ্বীপ থানার একটি মামলার ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মারুফ হাসান ফয়সালকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ জুন) আদালতে পাঠানো হয়েছে।
উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মারুফ হাসান ফয়সালকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মারুফ হাসান ফয়সালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।