প্রধান পাতা

কানুনগোপাড়ায় ৩দিনের মধ্যে ফুটপাত ছাড়তে বললেন ইউএনও

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া মোড় ও সড়কের দুইপাশের অবৈধ দখলকারী ব্যবসায়ীদের ৩ দিনের মধ্যে ফুটপাত ছাড়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মামুন। ১৮ আগস্ট, বৃহস্পতিবার উপজেলার হাওলা ডিসি সড়কের কানুনগোপাড়া এলাকায় পরিদর্শন করেন তিনি। ইউএনও মোহাম্মদ মামুন বলেন, সড়কের কানুনগোপাড়ার মোড়সহ রাস্তায় দু’পাশের স্থানীয় দোকানদাররা অবৈধভাবে ফুটপাত দখল করে তাদের ব্যবসা পরিচালনা করছেন। এ সড়কটির ফুটপাত দখল করে ফেলায় স্বাভাবিকভাবে হাঁটা চলার জায়গা নেই। এতে যানজটসহ জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তিনি জানান, স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থীদের কলেজে আসা যাওয়ায় ভোগান্তির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখলদার ব্যবসায়ীদের ৩দিনের মধ্যে ফুটপাত খালি করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।