চট্টগ্রাম

কাদায় আটকে থাকা হাতি ১৪ ঘণ্টা পর উদ্ধার

(Last Updated On: )

রাঙ্গুনিয়ার তৈলাভাঙ্গা নামক বিলে কাদায় আটকে থাকা একটি বন্যহাতিকে প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে বন বিভাগ।  

শনিবার (৩০ এপ্রিল) সকালে খবর পেয়ে হাতিটি উদ্ধারে তৎপরতা শুরু করে বন বিভাগের লোকজন।

বেলা আড়াইটার দিকে সেটিকে উদ্ধার করা হয়।  

এর আগে শনিবার ভোর ৫টার দিকে প্রায় ৭ ফুট নরম কাদামাটিতে মধ্যবয়সী হাতিটি আটকে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এটি চিৎকার পুরো শুরু করলে তারা বনবিভাগকে জানান।  

বন বিভাগের বিট কর্মকর্তা নবীন কুমার ধর বলেন, বিলে কাদায় বন্যহাতি আটকে যাওয়ার খবরে বন বিভাগের কর্মী ও চিকিৎসকেরা ঘটনাস্থলে যান। বন্য হাতিটির জন্য পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটার দিকে হাতিটি উদ্ধার করে বনে পাঠিয়ে দেওয়া হয়।