জাতীয়

কাত হয়ে যাওয়া ফেরি ২৬ ঘণ্টায় এক চুলও নড়াতে পারেনি হামজা!

(Last Updated On: )

পাটুরিয়ার ৫নং ঘাটে যানবাহনসহ উল্টে যাওয়া রো-রো ফেরি ‘আমানত শাহকে’ ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও এক চুল পরিমাণও সরাতে পারেনি উদ্ধারকারী জাহাজ হামজা।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে জাহাজ হামজা। এখন চলছে ভেতরে আটকাপড়া ট্রাক উদ্ধার কার্যক্রম।

এদিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ১৪১ মিটার নদী পথ উজান টপকিয়ে চাঁদপুর থেকে বুধবার রওয়া দিলেও কখন পাটুরিয়ায় পৌঁছবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

সকাল ৭টায় উদ্ধারকাজ শুরুর কথা থাকলেও সোয়া ৮টায় উদ্ধারকারী জাহাজ হামজা দ্বিতীয় দিনের অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসির) ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া ফেরিঘাটের পথে রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনাকবলিত রো-রো ফেরি আমানত শাহর যে ওজন, তাতে দুটি জাহাজসমেত চেষ্টা করেও সফল হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। প্রত্যয় পাটুরিয়ায় আসার পর পরই দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধার করার কাজ শুরু করা যাবে। হাজমা শুধু ফেরির ভেতরে আটকে থাকা ট্রাকগুলো উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি।