প্রধান পাতা

কাতারে প্রবাসীদের সংবর্ধনায় অংশ নিবেন প্রধানমন্ত্রী

(Last Updated On: )

বিশ্বের এলডিসি (সল্পোন্নত) ভুক্ত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন চলাকালীন আগামী ৭ মার্চ প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন তিনি।

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় আগামী ৭ মার্চ প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন তিনি।

কাতারে বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৭০০ প্রবাসীদের নিয়ে এই জনসভার আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রীর ভাষণ উপভোগ করতে অপেক্ষায় আছেন প্রবাসীরা। এ ছাড়া সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রবাসীরা মনে করেন প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসবে প্রবাসীদের বীরত্বের কথা।