চট্টগ্রামের কাজির দেউড়ি মোড়ে হিউম্যান হলার-টেম্পো-রিক্সার ত্রিমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায় নি। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা কর্তব্যরত সার্জেন্ট মো. সোহেল বলেন, ‘সার্কিট হাউসের দিক থেকে একটি টেম্পো বেপরোয়া গতিতে আসছিল। আর বিমান অফিসের দিক থেকে আসছিল হিউম্যান হলার। এ সময় কাজির দেউড়ি মোড়ে টেম্পোটি হিউম্যান হলারকে ধাক্কা দিলে পাশে থাকা একটি রিক্সাও উল্টে যায়। এ ঘটনায় ৭ জন আহত হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‘দুপুরে কাজির দেউড়ি মোড়ে একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে হিউম্যান হলারকে ধাক্কা দিলে পাশে থাকা একটি রিক্সা উল্টে যায়। এতে ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় টেম্পো, হিউম্যান হলার ও রিক্সা পুলিশ হেফাজতে রয়েছে।