কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সামিমাতুল আরস (৬০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার (১২ মার্চ) ভোরে ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) হোটেলটিতে এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ১০-১২টি ঘর পুড়ে যায়। এ সময় ধোঁয়ায় আরো এক বাংলাদেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ফায়ারের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
হোটেলটির এক কর্মী জানান, প্রথমে রিসিপশনে (অভ্যর্থনা কক্ষ) আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য কক্ষে। এসময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে অন্তত ১০ থেকে ১২টি কক্ষ পুড়ে যায়। ওইসব কক্ষে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের সবাইকে সরিয়ে আনা হয়। উদ্ধার করা হয় ১৬ জনকে।
তিনি আরো বলেন, এ ঘটনায় সামিমাতুল আরস নামে এক বাংলাদেশি বৃদ্ধ মারা গেছেন। মইনূল হক (৩৫) নামে আরো এক বাংলাদেশি নাগরিককে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।