কর্ণফুলী নদীর মন্দির ঘাট অংশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। বুধবার (৮ জুন) বিকেল ৪টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, কর্ণফুলী নদীর মন্দির ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পরনে কালো রঙের থ্রি-কোয়াটার প্যান্ট, ব্লু কালারের হাফ হাতা গেঞ্জি। প্যান্টের পকেটে সিলভার কালারের ব্রেসলেট ছিল। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, শারীরিক কাঠামো মধ্যম ধরনের, মাথায় চুল আছে।
তিনি বলেন, মরদেহের বয়স আনুমানিক ২৪-২৫ বছর। মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিবিআই ও সিআইডিকে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার জন্য সংবাদ দেওয়া হয়েছে।