চট্টগ্রাম

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

(Last Updated On: )

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ।

আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। লাশটি আংশিক গলিত হওয়ায় নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

৫ফুট ২ ইঞ্চি উচ্চতার ও শ্যামলা বর্ণের ওই মহিলার পরনে ছিল লাল রঙের থ্রি পিস, দুই কানে দু’টি রিং ও হাতে ইমিটেশনের চুরি ছিল বলে থানা থেকে পাঠানো প্রেস নোটে জানা যায়।

এসব তথ্য নিশ্চিত করে নৌ-পুলিশ সদরঘাট থানার পুলিশ পরিদর্শক মো. একরামুল্লাহ বলেন, লাশটি উদ্ধার করে সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।