চট্টগ্রাম

কর্ণফুলী আবাসিক থেকে ৬ নারী-পুরুষ আটক

(Last Updated On: )

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন কর্ণফুলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬ নারী-পুরুষকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৩ জুন) রাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও দুজন পুরুষ। তারা হলেন, মো. রুবেল, জয় ঘোষ, নাসরিন বেগম মণি, জেসমিন আক্তার, নাইমা জান্নাত ও সাবিনা আক্তার।

আজ শনিবার (২৪ জুন) দুপুরে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

তিনি জানান, গোপন সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে চারজন নারী ও দুজন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজু করা হয়েছে।