চট্টগ্রাম

কর্ণফুলিতে নিখোঁজ স্কুলছাত্রের খোঁজ মেলেনি দ্বিতীয় দিনেও

(Last Updated On: )

 নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি আহাদ নামে এক স্কুলছাত্রের। তাকে উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

এর আগে গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আহাদ।  

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিপ্লব কুমার নাথের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করছেন ডুবুরীরা।

জানা গেছে, নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আহাদ ভোলার দৌলতখান এলাকার। নগরের সদরঘাট সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আহাদের বয়স ১৩ বছর।  

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ বলেন, শুক্রবার দুপুরের দিকে সমবয়সী ৮ জন শিশু গোসলে করতে নামে কর্ণফুলী নদীতে। দীর্ঘক্ষণ গোসলও করে তারা। কিন্তু গোসল শেষে নদী থেকে ৭ জন উঠে আসলেও আহাদ ফিরেনি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

তিনি আরও বলেন, আজও (শনিবার) স্কুল ছাত্রটিকে উদ্ধারে কর্ণফুলীর সদরঘাটের আনু মাঝির ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।