প্রধান পাতা

করোনা সংক্রমণ বৃদ্ধি: বেনাপোলে অনির্দিষ্টকালের কঠোর বিধিনিষেধ

(Last Updated On: )

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় বেনাপোলে অনির্দিষ্টকালের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে শার্শা উপজেলা প্রশাসন।
 
উপজেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৫ জুন) রাতে শার্শা উপজেলাকেও বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে। 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা গণমাধ্যমকে জানান,  উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশনা দেয়া হয়েছে। 

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না, জনসমক্ষে বাধ্যতামূলক মাস্ক পরিধান, সব  গণপরিবহন বন্ধসহ বিকাল ৫টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

মোটরসাইকেলে একজন ও ইজিবাইকে দুজনের বেশি যাত্রী বহন নিষেধ, সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, চায়ের দোকানে বেঞ্চ, কেরাম বোর্ড ও টেলিভিশন রাখা যাবে না।