বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কার্যকরী সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমিনা আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। জ্বর কমে এসেছে, শ্বাসকষ্টও নেই। আরও কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত সোমবার আমিনা আহমেদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আমিনা আহমেদের মেয়ে ও ন্যাপের ভারপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদ পরিবার ও দলের পক্ষ থেকে সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।