করোনার চতুর্থ ঢেউয়ের আঘাতে নাজেহাল জার্মানি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে আড়াই শতাধিক।
দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলছেন, করোনার চতুর্থ ঢেউ জার্মানিতে সর্বশক্তি দিয়ে আঘাত করেছে। দৈনিক সংক্রমণ যেভাবে বাড়ছে, তা আমাদের কল্পনার বাইরে ছিল। প্রতিদিনের মৃত্যুর সংখ্যাও ভীতিকর। এ সময় করেনায় মৃত্যু কমাতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
চ্যান্সেলর মেরকেল বলেন, সামনে শীত। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে হাসপাতালের আইসিইউ ভরে যাবে। তখন আর কিছু করা যাবে না।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, জার্মানির ১৬ রাজ্যের মধ্য যে রাজ্যগুলোতে মানুষের টিকা গ্রহণের হার বেশি, সেখানে সংক্রমণ কম। যেখানে করোনা বিধিনিষেধ বা সুরক্ষা আইনের বিরোধিতা করে মিটিং-মিছিল হয়েছে, সেখানে করোনা ভয়াবহ আকার নিয়েছে।