চট্টগ্রাম

করোনায় শনাক্ত-মৃত্যু দুটোই শূন্য চট্টগ্রামে

(Last Updated On: )

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। একই সময়ের নতুন করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। এ নিয়ে চট্টগ্রাম জেলায় এই পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৪১৫ জনে। আর মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩৩১ জনের।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৪৭, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৮, শেভরন হাসপাতাল ল্যাবে ৪০১, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২০, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৮, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৮ এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনে নমুনা পরীক্ষা করা হলে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।