প্রধান পাতা

কমরেড নাসির উদ্দিন মেহনতী মানুষের মুক্তি সংগ্রামে আত্ম নিবেদিত ছিলেন

(Last Updated On: )


মেহনতী মানুষের মুক্তি সংগ্রামে একজন আত্মনিবেদতি সৈনিক ছিলেন কমরেড নাসির উদ্দিন । রাজনৈতিক লড়াই সংগ্রামের পাশাপাশি তিনি নিজ এলাকাকে আলোকিত করার জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলন । গড়ে তুলেছেন কারিগরি শিক্ষা প্রতিষ্টান, সামাজিক সংগঠন, দাতব্য প্রতিষ্ঠান ।


আজীবন সংগ্রামী কমরডে নাসির উদ্দিনের ৩১ তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্বরন সভায় বক্তারা এসব কথা বলেন ।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী২২) মৃত্যু বাষিকী উপলক্ষে সকাল ৮ টায় খতমে কোরান,মিলাদ ও কবর জেয়ারত, সকাল ১০ টায় চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা,বিকালে পুষ্পমাল্য অর্পন ও স্মরণ সভা,কৃতি সংবর্ধনা,পুরস্কার বিতরন, দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়।


বিকালে দাশের দীঘির পাড়ে আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি, শিক্ষাবিদ , কলামিস্ট অধ্যাপক কানাই দাশ । অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অমৃত বড়–য়া, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী, বোয়ালখালী উপজেলার সভাপতি কমরেড নজরুল ইসলাম আজাদ, খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল,শিক্ষক নেতা আমির হোসেন, জয়নাল আবেদিন ।


কমরেড মো. নাসির উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে, আবৃত্তি শিল্পী জাইমা ওয়াশী শশীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শৈবাল আদিত্য,শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদকঅনুপম বড়–য়া পারু,ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তৌহিদুল ইসলাম, বোয়ালখালীর সভাপতি রুপন দাশ, ,সোপান খেলাঘরের সাংষ্কৃতিক সম্পাদক মো. ইয়াছিন আরাফাত ।
স্মরণসভা শেষে পুরস্কার বিতরন, দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ ।