প্রধান পাতা

বোয়ালখালীতে কমরেড নাসির উদ্দিনের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালন

(Last Updated On: )

বোয়ালখালীতে বিনম্র শ্রদ্ধায় মেহনতী মানুষের মুক্তি সংগ্রামের আজীবন সংগ্রামী কমরেড নাসির উদ্দিনের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
এ উপলক্ষে খতমে কোরান,কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পন, স্মরণ সভা, ছবি আকাঁ, সাধারণ জ্ঞান , রচনা লিখন প্রতিযোগিতা ,পুরষ্কার বিতরণ ও দুস্থদের মাঝে মানবিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী২০২৩) বিকালে কমরেড নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ,খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস, সমাজসেবক আবদুল হাই ভুইয়া, আমির হোসেন।
কমরেড নাসির উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে শিক্ষক মফিজুর রহমান ও রুপন দাশের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা সাজ্জাদ হোসেন,ইকবাল হোসেন, ছাত্র ইউনিয়ন বোয়ালখালীর উপজেলার সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত।
স্মরণসভা শেষে চিত্রাংকন , সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও নিন্মবিত্ত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন অতিথিবৃন্দ ।