প্রধান পাতা

কবিয়াল কমল সরকারের সমাধীতে পূজা পরিষদের শ্রদ্ধা

(Last Updated On: )

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ শিল্পী, কবিয়াল, নাট্যকার, কমল সরকারের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পরিষদের নেতৃবৃন্দ।

আজ শনিবার ( ২২ অক্টোবর) দুপুরে প্রয়াতের নিজ গ্রামস্থ সমাধীতে এ শ্রদ্ধা জানানো হয়।

সংগঠনের সভাপতি শ্যামল বিশ্বাসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সহ সভাপতি মিহির কান্তি বিশ্বাস, মহিলা সম্পাদক বিউটি চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক বিষু ঘোষ, সারোয়াতলী শাখার সভাপতি উত্তম আইচ, আহলা শাখার সাধারণ সম্পাদক কাজল চক্রবর্তী, সদস্য অন্তর দাশ, থানছি দাশ, নিপু ধর, মানবাধিকার সংগঠক গোলাম মোস্তাফা মেম্বার।

গত ১৬ অক্টোবর নিখোঁজ হন কবিয়াল সরকার কমল দাশ (৬৬)। এর তিনদিন পর ১৯ অক্টোবর বাড়ির অদূরে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় কমল দাশের ছেলে অন্তর দাশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত সরকার কমল দাশ সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইমামুল্লার চর গ্রামের মৃত সুধাংশু দাশের ছেলে। তিনি কবিগান করতেন।