জাতীয়

কন্যা শিশুর বাড়ি যাচ্ছে পুলিশের উপহার

(Last Updated On: )

চুয়াডাঙ্গায় কন্যা শিশু ভূমিষ্ট হওয়ার খবর পেলেই শিশুর বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে নতুন পোশাক ও ফুল। চুয়াডাঙ্গা জেলা পুলিশ এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পর্যন্ত অন্তত ২৩ পরিবারে পৌঁছে দেয়া হয়েছে জেলা পুলিশের উপহার।

জেলা পুলিশের মিডিয়া সেলে দায়িত্বরত এএসআই রজিবুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি প্রথম সদ্য ভূমিষ্ট দুই শিশুর পরিবারে জেলা পুলিশের উপহার পৌঁছে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৩ শিশুকে এ উপহার দেয়া হয়েছে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যতান প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূর করতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজের একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টে পুলিশ কন্ট্রোলরুমের একটি মোবাইলফোন নম্বর (০১৩২০-১৪৯০৯৮) দিয়ে বলা হয় ‘কন্যাসন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে।